আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেছে ৪, ৫, ৬ নং ওয়াডে সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলর। উঠান বৈঠকে তৃতীয়বারের মতো জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানাকে মনোনিত করেছেন এলাকাবাসী। এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণের কথা মাথায় রেখে এলাকাবাসী তাকে নির্বাচিত করেন।
এদিকে, চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারী নরসিংদী ও মাদবদী পৌরসভাসহ ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ১৭ই জানুয়ারী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৯ জানুয়ারী মানোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারী পর্যন্ত। নরসিংদী পৌর সভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে মাধবদী পৌরসভাকে ঝুকিপূর্ণ মনে হওয়ায় ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
৪, ৫, ৬ নং ওয়াডে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ইয়াসমিন সুলতানা বলেন, বিগত ১০ বছর যাবৎ তিন ওয়ার্ডের মানুষের খেদমত করে আসছি। সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। তাই এলাকাবাসী ভালোবেসে আমাকে ৩য় বারের মতো নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে মাধবদী পৌরসভাকে ঝুকিপূর্ণ মনে হওয়ায় ইভিএমের মাধ্যেমে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের সঙ্গে ভোটারদের পরিচয় করিয়ে দিতে নির্বাচনের আগে মগ ভোটিংসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ