কোভিড-১৯ এর প্রাদুর্ভাবকালীন মনো-সামাজিক এবং মানসিক স্বাস্থ্যের বিবেচ্য বিষয় নিয়ে বরগুনায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
কর্মশালায় বিষয় ভিত্তিক ধারনা পত্র উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ভূপেন চন্দ্র মন্ডল, ডা. আব্দুস ছালাম, ডা. সুব্রত ভৌমিক ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফোরকান আহমেদ।
আজকের এই কর্মমালায় জেলায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর