২১ জানুয়ারি, ২০২১ ১৭:১১

৯ দিনেও শুরু হয়নি ঢাকা-আরিচা মহাসড়কের ফাটল ধরা সেই ব্রিজের সংস্কার কাজ

নাজমুল হুদা, সাভার

৯ দিনেও শুরু হয়নি ঢাকা-আরিচা মহাসড়কের ফাটল ধরা সেই ব্রিজের সংস্কার কাজ

ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর একটি লেনের গার্ডারে ফাটল দেখা দেয়ার ৯ দিনেও মূল সংস্কার কাজ শুরু হয়নি। সওজ কর্তৃপক্ষ বলছে, আজ ইন্সপেকশন শেষ হলে সিদ্ধান্ত নেয়া হবে শুক্রবার সকালে।

ঢাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'ব্রিজের ইন্সপেকশন চলছে এখনও শেষ হয়নি, তা ছাড়া সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেবে যাওয়া ও ফাটলের কারণ শনাক্তের চেষ্টা চলছে দফায় দফায়। আজক কয়েকটি ইন্সপেকশন শেষ হবে। শেষ হওয়ার পর আগামী কাল শুক্রবার সিদ্ধান্ত  জানানো হবে। 

সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন, বুয়েট, ডেনমার্ক ও সওজ কর্তৃপক্ষের এক্সপার্ট সেতু পরিদর্শনে আসেন। পরে তারা সেতুর নিচের অংশে যেখানে গার্ডারে ফাটল ধরেছে তা বিশেষ লেজার লাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। 

তিনি আরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই ব্রিজের মেরামত কাজের নিবিড় তদারকির জন্য ২৪টি মনিটরিং টিম কাজ করছে। 

সাভার হাইওয়ে থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, গত কয়েকদিন ধরেই এক লাইনে গাড়ি চলছে। 

গত বুধবার দুপুর থেকে সালেহপুর সেতুতে যানচলাচল বন্ধ ঘোষণা করে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর