জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে এম. এ মান্নান মানিক ভলিবল টুর্নামেন্ট।
আজ বৃহস্পতিবার বিকালে নারান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল।
এতে অংশ নেয় নারান্দি প্রবাসী স্পোটিং ক্লাব ও পাকুন্দিয়া পৌর ইয়ং স্টার ক্লাব। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৭৫ পয়েন্ট পেয়ে জয়লাভ করে প্রবাসী স্পোটিং ক্লাব। ৭৩ পয়েন্ট পায় ইয়ং স্টার ক্লাব। উভয় দলেই জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নেন।
খেলা উদ্বোধন করেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন। এ সময় নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম, সমাজ সেবক এম. এ মান্নান মানিক, মাসুদ রানা রিপন উপস্থিত ছিলেন।
হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন