২৩ জানুয়ারি, ২০২১ ২২:১২

পুকুর খনন করতে গিয়ে মিলল ম্যাগজিনসহ গুলি!

বাগেরহাট প্রতিনিধি:

পুকুর খনন করতে গিয়ে মিলল ম্যাগজিনসহ গুলি!

বাগেরহাটের শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে ১০ ফুট মাটির নীচ থেকে একটি ম্যাগজিনসহ ৬ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। ধারনা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ওই ম্যাগজিনসহ এই রাজাকার বাহিনীর কেউ ফেলেছিল। শনিবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি পুনঃখননকালে ওই গুলি পাওয়া যায়।

পুকুর খননের সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো. সৈকত আকন জানান, তাদের শ্রমিকরা পুকুরের মাটি খননের সময় ১০ ফুট নীচে গেলে একটি ম্যাগজিনে ভরা ৬ রাউন্ড  রাইফেলের গুলি দেখতে পায়। ম্যাগজিনটি মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি সাথে সাথে পুলিশকে জানালে তারা ওই গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উদ্ধার করা 
রাইফেলের (৩০৩) গুলি নিস্ক্রিয় এবং ম্যাগজিনটিও নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারনা করছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের  কেউ মেগজিনসহ ওই গুলি 
পুকুরটিতে ফেলে দিয়েছিল। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে গুলি ও ম্যাগজিন মালখানায় রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর