বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)।
বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটালিয়নের এ ও বি কোম্পানীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর রশিদ, ‘এ’ কোম্পানীর কমান্ডার লেফটেন্যান্ট মো. দরবেশ আলী, ‘বি’ কোম্পানীর কমান্ডার ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সত্য রঞ্জন দাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং জিলা স্কুলের বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২০ জন অসহায়-দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন