বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এরা হলো উপজেলার কুসুম্বী ইউনিয়নের পুরাতন পানিসারা গ্রামের চাঁন মিয়ার ছেলে রুবেল আহমেদ ওরফে উজীর উদ্দিন (২০), পাশের গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান কবির (২১) ও পৌরশহরের কলেজরোড সংলগ্ন শ্রীরামপুরপাড়া এলাকার গণেশ সরকারের ছেলে জয় সরকার (২৪)।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সংঘবদ্ধ ওই চক্রটির সদস্যরা গত ৩ ফেব্রুয়ারি রাতে মুকুল হোসের নামের এক অটোরিকশা চালককে বেধড়ক মারপিট করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা।
পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। এরপর থেকে সংঘবদ্ধ চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি দিনগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ।
বিডি প্রতিদিন/আল আমীন