চুয়াডাঙ্গা শহরে নির্মাণাধীন বাড়ির রাস্তা দখল করে বন্ধ করার অভিযোগ তুলে একযোগে ১৫টি পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অভিযোগকারীরা লিখিত বক্তব্যে বলেন, অভিযুক্ত দখলকারী ফরিদপুরের মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে দিচ্ছেন। বিষয়টি নিয়ে পর্যায়ক্রমে পৌর পরিষদ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়।
কিন্তু কিছুতেই প্রতিকার মিলছে না। অভিযুক্ত ওসির পরিবার নানাভাবে হয়রানি করছে। অভিযোগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জিয়াউল কবির।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ১৫ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন রেনু খাতুন, নাজনীন নাহার, আখতার হোসেন, জিল্লুর রহমান, আব্দুল মতিন, রিমা, মো. কামরুজ্জামান, শামীমা নাসরিন, মর্জিনা খাতুন, আকবর আলী, আসমা খাতুন, মহিদুল ইসলাম, আকরামুল হক, শায়লা শারমিন ও আব্দুস সবুর।
বিডি প্রতিদিন/এমআই