ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী এলাকায় ভাঙ্গা ব্রিজ থেকে গরু বোঝাই করিমন উল্টে রওশন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় করিমনে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশনের বাড়ি উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, খোকসার শোমসপুর বাজার থেকে ব্যবসায়ীরা গরু বেচাকেনা করে বাড়িতে ফিরে আসছিলেন। পথিমধ্যে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে পৌঁছালে ভাঙ্গা ব্রিজ পরি হতেই গরু বোঝাই করিমন উল্টে যায়। সে সময় ঘটনাস্থলে নিহত হয় করিমনে থাকা রওশন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় একটি গরু মারা গেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন