শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শরীয়তপুর সার্কিট হাউজে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন এবং পিআইবির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রশিক্ষণটি ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত জেলা পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে ও সার্কেট হাউজে সভাকক্ষে দুই ভাগে সম্পন্ন হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবি প্রশিক্ষক ও নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগ্যাট জুলফিকার আলি মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুর রহমান।
তিনদিনব্যাপী প্রশিক্ষণে পুলিশ সুপারের কার্যালয়ে ৩৫ জন ও সার্কেট হাউজে দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ৩০ জন সাংবাদিক অংশ নেন। সভা শেষে অতিথিদের নিকট থেকে সনদ গ্রহণ করছেন শরীয়তপুর জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর