নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদমরসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতরা হলো নূসরাত (৯) ও সামিয়া (৯)। তাঁরা উভয় লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে এবং নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় দুই শিক্ষার্থী তাদের পিতা-মাতাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাটওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ