ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার মোড়ে ট্রাকচাপায় রায়হান রাতুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার রতন মোল্লার ছেলে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রাকটিকেও চিহ্নিত করতে চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার