ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় গাঁজাবাহী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলী রহমান (৪০) ও মো. বায়েজিদ (২৪)। গত শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মৃত সুরুত আলীর ছেলে এবং বায়েজিদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার মোঃ রেজেক মোল্লার ছেলে।
রবিবার র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আশুগঞ্জ টোলপ্লাজার সামনে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল