হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রভাব ফেলেনি বগুড়ায়। স্বাভাবিক রয়েছে সব ধরণের যান চলাচল। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালের বিপক্ষে সাতমাথার দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই সাতমাথা, চারমাথা ও ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, মাটিডালি, বনানীসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর পাশাপাশি র্যাব-১২ দুটি দল শহর এলাকায় গাড়ি ও মটর বাইক যোগে টহল দিচ্ছে। যে কোন রকম অপ্রতিকীর পরিস্থিতি থামাতে সাতমাথায় জলকামান ও ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।এছাড়াও পুরো শহরের সব রকম মার্কেট ও দোকান পাঠ খোলা রয়েছে।
এদিকে বগুড়া শহরের কলোনী জামিল মাদ্রাসা ঘিরে রেখেছিলো আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, যেকোন রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। যে কেউ স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবো।
বিডি প্রতিদিন/আল আমীন