নারায়ণগঞ্জ ফতুল্লায় অজ্ঞাত এক নারীর কাটা মাথা উদ্ধার করা হয়েছে। তবে কাটা মাথার সাথে দেহ পাওয়া যায়নি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লায় একটি ডোবা থেকে মাথার অংশটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক ধারণা করছে, ৭/৮ দিন পূর্বে ওই নারীকে হত্যা করা হয়। পরে মাথার অংশটি সেখানে ফেলা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নারী দেহের মাথার অংশটি উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনও উদ্ধার করা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ