হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত সোনালী ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমি থেকে মাটি কেটে এনে ইট তৈরি করার অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসফিকা হোসেন এই জরিমানা করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার