নাটোরে নুনীয়া সম্প্রদায়ের অর্ধ-শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের তেবাড়িয়া উত্তরপাড়ায় করোনায় অস্বচ্ছল নুনীয়া সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, গত ২৫ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে ‘খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের দৃষ্টিগোচর হয়। তিনি সঙ্গে সঙ্গেই নুনীয়া সম্প্রদায়ের লোকদের খোঁজখবর নেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার জাঙ্গাঙ্গীর আলমকে নির্দেশ দেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ অন্যন্যারা।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রতিজনকে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও আলু এক কেজিসহ ৬ ধরনের উপকরণ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই