কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে,অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ওই নববধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী সদর উপজেলার চন্দ্রখানা কলোনী পাড়া গ্রামে।
মৃত ওই নববধূর নাম রুমি খাতুন (১৯)। তিনি উপজেলা সদরের চন্দ্রখানা কলোনী পাড়া গ্রামের স্যানেটারী মিস্ত্রি ইয়াছিন আলীর স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইল ভীড় গ্রামের রমজান আলীর মেয়ে। সোমবার (৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত