ময়মনসিংহে শিশু খাদ্যসহ পাঁচ হাজার অসহায়, দরিদ্র ও কর্মহীন এবং শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে সিটি করপোরেশন। রবিবার সকালে নগরীর টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে উপহার সামগ্রী তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সিটি কর্পেরেশেনের সচিব রাজিব কুমার সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, কাউন্সিলর মাহবুবুল রহমান দুলাল, শামীমা আক্তার, নিয়াজ মোর্শেদ ছাড়াও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র-কর্মহীন মানুষকে ভালো রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য, ত্রাণ, নগদ সহায়তা ইত্যাদির মাধ্যমে করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের একটি মানুষও অনাহারে থাকবে না।’
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                    .png) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        