সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারী-শিশু ও পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার কৈজুরী ইউনিয়নের পুর্ব চর কৈজুরী ও গোপালপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর-কৈজুরী গ্রামের স্থানীয় লতিফ মোল্লার ছেলে সুজন ও আব্দুল কাদেরের ছেলে আসাদুল মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গোপালপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য চুন্নু ও সাবেক ইউপি সদস্য গফুর শেখের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
বুধবার দুপুরে আবারও উভয় পক্ষের লোকজনের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় ওই এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন