সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের বাড়ি থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্ত্রাসী রনিসহ চারজনকে আটক করেছে র্যাব-৪।
শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সড়কি, ঢাল, চাইনিজ কুরাল ও রামদাসহ দেশীয় অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজামান জানান, ইয়ারপুর ইউনিয়নে প্রায়ই দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, রামদা ও তরবারি নিয়ে দাঙ্গা বাধে। এলাকায় আধিপত্য বিস্তারে এসব অস্ত্র-শস্ত্র ব্যবহার করা হয়। এতে হতাহত, বাড়িঘর-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে দীর্ঘদিন ধরে।
এমন দাঙ্গার জন্য ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের বাড়িতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র মজুদ ছিল। খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসময় ওই বাড়িতে বসে সন্ত্রাসী ও ঢাল তৈরি কারিগর মনসুর আলি রনি, সোনা মিয়া রাজু, আকাশ, কালাম হোসেনকে আটক করে র্যাব।
এদিকে আশুলিয়ার অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর র্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী।
বিডি প্রতিদিন/এমআই