বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে তানজিল আলম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের গোকর্ণ চান্দইর গ্রামে এ ঘটনা ঘটে। তানজিল আলম ওই গ্রামের আবু তাহেরের ছেলে এবং স্থানীয় শরিফ খা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওই সময় কিশোর তানজিল বৈদ্যুতিক সুইচ দিতে গেলে অসাবধানবশত বিদ্যুতায়িত মারা যায়। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন