বাগেরহাটে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। এই মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেয়।
বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় প্রতিবছরই নানা প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এতে মানুষের ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এসব মানুষকে ত্রাণ দেওয়া হয়। ওই ত্রাণে হয়তো মানুষের সাময়িক কষ্ট লাঘব হয়। বরং ত্রাণ না দিয়ে ওই ত্রাণের টাকা দিয়ে যদি এই এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যায় তাহলে ভবিষ্যতে আর ত্রাণ দিতে হবে না। টেকসই বেড়িবাঁধ দেওয়া হলে এই এলাকার মানুষ দুর্যোগ থেকে মুক্তি পাবে। তাই উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি মূখার্জ্জি রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি নকীব সিরাজুল হক, শেখ সাকির হোসেন, মহিলা পরিসদ নেত্রী মাহবুবা আক্তার পিয়া ও নাজমা আক্তারসহ কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই