কিশোরগঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলে গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দ পাড়া গ্রামের কবীর মিয়ার ছেলে আফাজ (৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে রামিম (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১টার দিকে শিশু রামিম টামলী আকন্দ পাড়া গ্রামে স্লুইস গেট সংলগ্ন খালে পড়ে যায়। তাকে বাঁচাতে আফাজ পানিতে নামে। কিন্তু দুজনের কেউই আর ভেসে উঠেনি। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার