মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি পশ্চিম পাড় ঈদগা মাঠের সামনে রাস্তার উপর থেকে ওই ৩ জনকে সাড়ে ৫ কেজি গাঁজা এবং নগদ ১০ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়।
তারা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে মফিজ উদ্দিন বেপারী (৫২) ও তার স্ত্রী রুমা বেগম (৪২) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর হোগলা কিশোরগঞ্জ গ্রামের আলম চান বেপারীর ছেলে সিরাজুল বেপারী (৩৫)।
ডিবি পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান, আসামিরা দীর্ঘদিন যাবত গোপনে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিজেদের ঘরে মজুদ রেখে পুরাতন ত্রিপলের ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর