ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় গাঁজার গাছসহ আবুল আসাদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার ভান্ডারা কুলিক পাড়া আবুল আসাদের নিজ বাড়ি থেকে গাঁজার ৫টি গাছসহ হাতেনাতে তাকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
থানার এস আই হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে চাষাবাদ করা গাজাঁ গাছসহ তাকে আটক করা হয়েছে। তাকে কে বা কারা সবজি হিসেবে চাষ করার জন্য গাছগুলো দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার