হবিগঞ্জে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুজ জাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি আমৃত্যু দেশের জন্য কাজ করেছেন। বিশেষ করে হাওর এলাকায় আওয়ামী লীগকে সংগঠিক করতে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল