ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প অনুমোদন ও জানুয়ারি হতে বকেয়া বেতন- ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারের নিকট স্মারকলিপি প্রদান করেন গণশিক্ষার শিক্ষক প্রতিনিধিরা। এই সময় প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক, কেয়ারটেকারদের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মাহববুর রহমান হোসেনপুরী, ফিল্ড সুপারভাইজার মতিউর রহমান, ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ, শিক্ষক নেতা রবিউল হোসেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, গত ৫ মাস আমরা বেতন ভাতা না পাওয়ায় ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আগামী ঈদুল আযহার পূর্বে আামাদের বেতন- ভাতাসহ ৫ দফা দাবি পূরণের আহবান জানাই।
বিডি প্রতিদিন/হিমেল