ফ্রান্সের লিওন শহরের কাছে অবস্থিত কোর্বা কারাগার থেকে এক বন্দী অভিনব উপায়ে পালিয়ে গেছেন। সেলের সঙ্গীর মুক্তির সুযোগ কাজে লাগিয়ে কাপড় বহনের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ করেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পালিয়ে যাওয়া ২০ বছর বয়সী এই বন্দী একাধিক অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন এবং তার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহও রয়েছে।
ফ্রান্সের কারাগার প্রশাসনের পরিচালক সেবাস্তিয়ান কাওয়েল জানান, শনিবার বন্দীর অনুপস্থিতি টের পেয়ে বিষয়টি সামনে আসে। তিনি স্বীকার করেন, এই ঘটনায় কারা কর্তৃপক্ষের বড় ধরনের গাফিলতি হয়েছে।
কাওয়েল আরও জানান, কোর্বা কারাগারটি ৬৭৮ জন বন্দীর ধারণক্ষমতা নিয়ে নির্মিত হলেও বর্তমানে সেখানে প্রায় ১২০০ বন্দী রয়েছে, যা নির্ধারিত সক্ষমতার ১৭০ শতাংশের বেশি। অতিরিক্ত চাপের কারণে এমন ঘটনা ঘটেছে বলেও তিনি মত দেন।
এ ঘটনা তদন্তে কারাগারের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। কাওয়েল বলেন, ‘এই ধরনের ঘটনা এই প্রশাসনের জন্য সম্পূর্ণ অস্বাভাবিক এবং এটি একটি বড় ধরনের ত্রুটির প্রমাণ।’
এর আগে গত বছর নরম্যান্ডির একটি মহাসড়কে বন্দী বহনের গাড়িতে সশস্ত্র হামলা হলে এক বন্দী পালিয়ে যায়। ওই ঘটনায় দুই কারারক্ষী নিহত ও তিনজন আহত হন। পরবর্তীতে ওই 'দ্য ফ্লাই' নামের ওই পলাতক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রোমানিয়ায় আটক হন।
বিডিপ্রতিদিন/কবিরুল