জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম-বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি। কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। গতকাল দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনের সড়কে জুলাই পদযাত্রার মঞ্চে ১৪তম দিনের এক পথসভায় এসব কথা বলেন তিনি। তার মন্তব্য, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, এই সিস্টেমের পতন ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন-গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, দুর্নীতি-মাফিয়াদের সিস্টেম, সেই আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো যড়যন্ত্রে লিপ্ত এবং চলমান রেখেছে।