সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।
রবিবার ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা।
এদিন ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। এছাড়া শামীম পাটোয়ারী ২৭ বলে করেন ৪৮ রান। এদিন রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। দারুণ জয়ের পর অবশ্য অনুভূতি ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন।
ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।’
লিটন আরও বলেন, ‘রিশাদ দারুণ বোলিং করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশল মেন্ডিসের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।’
বিডি প্রতিদিন/নাজিম