প্রায় দুই হাজার বছর আগে আগ্নেয়গিরির লাভায় তলিয়ে যাওয়া রোমান সাম্রাজ্যের এক হারানো শহর ‘আয়নারিয়া’কে অবশেষে খুঁজে পাওয়া গেছে।
ইতালির ইসকিয়া দ্বীপের উপকূলে সাগরের ২ মিটার গভীরে এর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। যা ইতিহাস এবং প্রত্নতত্ত্বের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
১৮০ খ্রিস্টাব্দে বিলীন হয়ে যাওয়া এই শহর এখন পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর আকর্ষণ, যেখানে তারা ডুব দিয়ে দেখতে পারবেন প্রাচীন রোমান সভ্যতার নানা নিদর্শন।
খ্রিস্টপূর্ব ৭৫০ শতকে ইসকিয়া ছিল গ্রিক সাম্রাজ্যের অধীনে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ৩২২ শতকে রোমানরা দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় এবং এর নামকরণ করে 'আয়নারিয়া'।
ধারণা করা হয়, ১৮০ খ্রিস্টাব্দে এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটি লাভায় তলিয়ে যায় এবং ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যায়। রোমান সাম্রাজ্যের আরেকটি বিখ্যাত শহর পম্পেই ৭৯ খ্রিস্টাব্দে অগ্ন্যুৎপাতে ধ্বংস হলেও, আয়নারিয়ার ধ্বংসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য এতদিন অজানা ছিল। এই আবিষ্কার সেই অজানা ইতিহাসের দ্বার উন্মোচন করেছে।
আয়নারিয়ার অস্তিত্ব নিয়ে প্রথম ইঙ্গিত পাওয়া যায় সত্তরের দশকে। ইসকিয়ার উপকূলে কয়েকজন ডুবুরি মাটির পাত্রের কিছু অংশ আবিষ্কার করেন, যা প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানে উৎসাহ জোগায়। তবে সেই সময়ে কাজ বেশি দূর এগোয়নি। দীর্ঘ বিরতির পর, ২০১১ সালে স্থানীয় কয়েকজন নাবিক ও ইতিহাসপ্রেমী আবার অনুসন্ধান শুরু করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাগরের তলদেশে লুকিয়ে থাকা এই ঐতিহাসিক শহরের খোঁজ মেলে।
আয়নারিয়ার আবিষ্কার শুধু প্রত্নতাত্ত্বিকদের জন্যই নয় ইতিহাসপ্রেমী এবং সাধারণ মানুষের জন্যও এক দারুণ খবর। এটি প্রাচীন রোমান জীবনযাত্রা এবং তাদের স্থাপত্য সম্পর্কে নতুন করে জানতে সাহায্য করবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল