ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ১৭৭ কিলোমিটার পশ্চিমে এবং ৮০ কিলোমিটার (প্রায় ৫০ মাইল) গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে, ভূমিকম্পটি উপকূলবর্তী অঞ্চলে হলেও এতে সুনামির কোনো সম্ভাবনা নেই।
এছাড়া ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ