খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, ‘মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তারা আন্তরিকভাবে কাজ করেন। যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে আমরা খুব শিগগিরই আলোচনায় বসবো।’
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা খাতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এবছর ভালো কাজের দৃষ্টান্ত হিসেবে লক্ষ্মীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক নিটল মনি চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম।
আলোচনা সভায় জেলার নয়টি উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ