বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারে পৌঁছায় এবং চূড়ান্তভাবে লেনদেন হয় ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে। চলতি বছরের শুরু থেকে এর মূল্য প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের ডিজিটাল সম্পদ সংক্রান্ত আইনগত বিল আলোচনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ দাবি এবং আইন সংস্কারের আহ্বান এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ। বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে, যা বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বাড়িয়েছে।
ক্রিপ্টো বিশ্লেষকরা মনে করছেন, বিটকয়েন শীঘ্রই ১ লাখ ৫০ হাজার ডলার ছুঁয়ে ফেলবে। বর্তমানে বিটকয়েনের বাজার মূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্যও বৃদ্ধি পেয়ে প্রায় ৩,০৪৮ ডলারে দাঁড়িয়েছে। সমগ্র ক্রিপ্টো বাজারের মূল্য প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/আশিক