বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে দুটি রেলগেট নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) সকালে কলেজের নতুন ভবনের শিক্ষার্থীরা ওয়াপদা পুরান বগুড়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন, যা চলে দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধ চলাকালে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরও রেলগেটের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে কলেজের সামনে দুটি রেলগেট নির্মাণ এবং সেখানে গেটম্যান নিয়োগের দাবি জানাচ্ছি। এই দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ৬ জুলাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পশ্চিম পাশে ওয়াপদা এলাকায় একটি অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসাইন মোস্তাকিম নামের এক শিক্ষার্থী নিহত হন।
বিডি প্রতিদিন/জামশেদ