গাজার মধ্যাঞ্চলে একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতরা পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে একটি পানি সরবরাহকেন্দ্রে হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহকেন্দ্রের পাশে খালি জেরিক্যান হাতে দাঁড়িয়ে থাকা জনতার ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
স্থানীয় বাসিন্দা রমজান নাসের জানান, ওই সময় লাইনে দাঁড়ানোদের মধ্যে প্রায় ২০ জন শিশু এবং ১৪ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। আল-আওদা হাসপাতাল ১০টি মরদেহ গ্রহণ করে, যার মধ্যে ৬ জন শিশু ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়—বালতি, পানির পাত্র আর আহত-নিহত শিশুদের করুণ চিত্র।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তারা একজন 'ইসলামিক জিহাদ' সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল, কিন্তু মারণাস্ত্রটি লক্ষ্যচ্যুত হয়ে “টার্গেট থেকে বেশ কিছু দূরে” বিস্ফোরিত হয়। তারা জানায়, এ ঘটনায় তদন্ত চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন
বিডি প্রতিদিন/নাজিম