‘ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে সারা দেশের মতো নীলফামারীতেও উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা সদর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম। এছাড়া নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অবদান রাখায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন
- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: ময়না বেগম (ডোমার, বামুনিয়া ইউনিয়ন)
- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: আকতার জাহান (সদর, কচুকাটা ইউনিয়ন)
- শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: আব্দুস সাত্তার (সদর, খোকশাবাড়ি ইউনিয়ন)
- শ্রেষ্ঠ এসএসসিএমও: আসাদুজ্জামান (জলঢাকা, খুটামারা ইউনিয়ন)
- শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: কচুকাটা ইউনিয়ন কেন্দ্র (সদর)
- শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: শৌলমারী ইউনিয়ন পরিষদ
- শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: জলঢাকা উপজেলা পরিষদ
- শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক): মেরী স্টোপস
- শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র: মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নীলফামারী সদর
এই আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক