ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারাজানা।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ