গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ আয়োজন হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. সাদিয়া ফারুক এবং ডা. মাখরুজা আক্তার। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অবদান রাখায় শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক