পটুয়াখালীতে ছালাম হাওলাদার নামে মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেলে র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ছালাম হাওলাদার বরগুনার সদর উপজেলার ছোট গৌরিচন্না গ্রামের বাসিন্দা মৃত ছবেদ হাওলাদারের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেফতার ছালাম ও তার সহযোগীরা ইতালি পাঠানোর প্রলোভন দিয়ে মাদারীপুরের দুই যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা নেয়। পরে তাদের নেপালে নিয়ে আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তখন তাদের কাছে আরো তিন লাখ ২৫ হাজার টাকা দাবি করে। ওই টাকা দেওয়ার পর আরও ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা ও গুম করার হুমকি দেয়। তখন দুই যুবক কৌশলে নেপাল পুলিশের মাধ্যমে দেশে ফিরে আসে। এ ঘটনায় মানবপাচার অপরাধ দমন আইনে মামলা দায়ের করে। মামলার আসামি হিসেবে পটুয়াখালীর গলাচিপা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ