শোবিজ অঙ্গনে একাধিক তারকার একই নাম থাকায় অনেক সময় ঘটে মজার ও বিভ্রান্তিকর ঘটনা। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মৌসুমী হামিদকে অনেকে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জড়িয়ে ফেলেন। নামের মিল থাকায় তাকে ভক্তরা ভেবে বসেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা, প্রিয়দর্শিনী মৌসুমী। সেই রকম এক স্মৃতি তুলে ধরে মৌসুমী হামিদ জানান, ‘একবার একটি টেলিকম কোম্পানির আয়োজনে একটি প্রোগ্রামে কাজ করছিলেন তিনি। অনুষ্ঠানটি চলাকালে বাইরে থেকে একের পর এক ফোন আসতে থাকে। কিন্তু কথা বলেই তিনি বুঝতে পারেন, বেশির ভাগ কলারই তাকে মনে করছেন চিত্রনায়িকা মৌসুমী। প্রায় এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে কলাররা জানতে চাইছিল, সানী ভাই কই? বাচ্চারা কেমন আছে? প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না! পরে বুঝলাম, আমাকে নায়িকা মৌসুমী ভেবে তারা ফোন করছে।