রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ১০ বছর বয়সী এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে ।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই হাসান বশির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর দুইটার দিকে সংবাদ পেয়ে যাত্রাবাড়ীর আনোয়ারা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, শিশুটি গত দু’দিন আগে আল-আমিন নামের একটি ছেলের সঙ্গে ওই হোটেলে উঠেছিল। সোমবার দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে গিয়ে রুমের বাইরে থেকে দরজা লক করা অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে বিছানা থেকে ঘাড়-মটকানো ও ডান চোখে জখম অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
শিশুটি যার সঙ্গে হোটেলে উঠেছিল, সেই কথিত আল-আমিনকে রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হলেও তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান এসআই হাসান বশির।
বিডি প্রতিদিন/একেএ