ইরান-ইসরায়েল সংঘাতের পর তেহরান থেকে তৃতীয় দফায় দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি। গতকাল ভোরে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এ নিয়ে তেহরান থেকে ৯০ জন বাংলাদেশি দেশে ফিরলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত্যাবাসন।
উল্লেখ্য, ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে আছেন ৪০০ জন। ইরান-ইসরায়েল সংঘাত শুরু হলে দেশে ফেরার জন্য ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন।