চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মুনির পিন্টু (৩৪) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পিন্টু পেশায় কাঠমিস্ত্রি। তিনি বার্মা কলোনিতে শ্বশুরের বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বায়েজিদ বোস্তামি থানার ওসি কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।