আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা বিএনপির নির্দেশনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. এবিএম জাকরিয়া. জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশ. জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, বিএনপি নেতা ওমর ফারুক টপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান.ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ