ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক শাকিব খান বললেন, এবার তিনি নাকি রোমাঞ্চ যাত্রা করছেন। গত রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ফ্লাইটে ওঠার পর বিমানের ভিতর থেকে একটি ছবি শেয়ার করেন। অভিনেতা জানান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেই ছবিতে দেখা যায় সাদা টি-শার্ট, সানগ্লাস ও ক্যাপ পরে জানালার পাশে বসে আছেন শাকিব। ক্যাপশনে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক’। যদিও তিনি ঠিক কোন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তা খোলাসা করেননি। আর এ নিয়েই বরাবরের মতো তাকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের প্রশ্ন- এ রোমাঞ্চ-ঘেরা নায়ক এবার আবার কোন রোমাঞ্চের জন্ম দেবেন? ঈদে মুক্তি পাওয়া তার ‘তাণ্ডব’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে। মুক্তির দুই দিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাকিব খান।
ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে প্রবাসী দর্শকদের সঙ্গে সময় কাটাতেই এ সফর করছেন তিনি। উল্লেখ্য, শাকিব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন বছর দু-এক হলো। তবে তিনি যেখানেই থাকেন না কেন, কোনো না কোনো রোমাঞ্চকর খবরের অনবরত জন্ম দিয়ে যান। আর এ কারণেই ইতিবাচক বা নেতিবাচক খবরের নিয়মিত জন্মদাতা হয়ে উঠেছেন এ রোমাঞ্চপ্রিয় নায়ক। তাই দর্শকও সব সময় আগ্রহ নিয়ে চোখ-কান খোলা রাখেন তার দিকে। কারণ কখন না জানি আবার নতুন কোনো রোমাঞ্চের জন্ম দিয়ে মিডিয়া ভারী করে তোলেন তিনি। এবার দেখা যাক যুক্তরাষ্ট্র থেকে কোন রোমাঞ্চের খবর ভেসে আসে আবার।