রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতা কোডিং পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
কাউন্সিলরের সদস্য অধ্যাপক এনামুল হক বলেন, রোল নম্বর পদ্ধতিতে খাতা মূল্যায়ন নিয়ে অনেক সময় বিতর্ক ও সমালোচনা দেখা গেছে। অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতেই শিক্ষার্থীদের পরীক্ষার খাতা প্রাথমিকভাবে কোডিং পদ্ধতিতে মূল্যায়িত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকদের বিরুদ্ধে রোল দেখে খাতা মূল্যায়নের অভিযোগ আছে। পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর, অপছন্দের শিক্ষার্থীকে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে আন্দোলন করেছেন অনেকে।
বিডি প্রতিদিন/নাজমুল