গুপ্ত সংগঠনের নেতাকর্মী কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের একটি ‘গুপ্ত সংগঠন’ দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে আসছে। তাদের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি, শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত হয়ে দেখা দিচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, ফজলে রাব্বি আহসান, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিনিয়র সহসভাপতি এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ