জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘর্ষে নিহত ছাত্রদলকর্মী সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা। তিনি জানান, শহরের একডালা মহল্লার বাসিন্দা নিহত ছাত্রদলকর্মী সুমন শেখ হত্যাকাণ্ডে সাদীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে তদন্তে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালের ৪ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জে ছাত্রদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন সুমন শেখ। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/মুসা